যুক্তরাষ্ট্রের ওহিয়ো অঙ্গরাজ্যে একই পরিবারের আট সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। খবর বিবিসির।
এক বিবৃতিতে স্থানীয় এ্যাটর্নি জেনারেল বলেন, ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের শিকার ৭ প্রাপ্তবয়স্ক এবং এক কিশোর একই পরিবারের সদস্য।
স্থানীয় পুলিশ জানিয়েছে, সবাইকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে ওই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে তিন শিশু সৌভাগ্যক্রমে ওই হত্যাকাণ্ড থেকে বেঁচে গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।