২১ হাজার কোটি টাকা বকেয়া, চরম বিপাকে এয়ার ইন্ডিয়া

বছরের পর বছর পরিবহণ মাসুল বকেয়া বাড়তে বাড়তে ২১ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এবার ওই বকেয়া টাকা পরিশোধের জন্য এয়ার ইন্ডিয়াকে চাপ দিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। তার সঙ্গে নতুন হুমকি সময়মতো টাকা ফেরত না দিলে এয়ার ইন্ডিয়ার কোনও বিমান আর কলকাতায় নামতেই দেওয়া হবে না!

করোনাভাইরাসের এই মহামারীর সময় হঠাৎ কলকাতা বিমানবন্দরের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছে এয়ার ইন্ডিয়া।

কলকাতা বিমানবন্দরের আলোচিত ওই চিঠি পাওয়ার পরেই নড়েচড়ে বসে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সংস্থার একটি প্রতিনিধি দল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে। শেষমেশ দীর্ঘ আলোচনার পরে ঠিক হয়েছে কিস্তিতে ওই টাকা কলকাতা বিমানবন্দরকে ফেরত দেবে এয়ার ইন্ডিয়া। বিমানবন্দরে বিমান পার্কিং এবং ল্যান্ডিংয়ের জন্য একটি মাসুল দিতে হয় বিমান পরিবহণ সংস্থাগুলিকে। ওই টাকাই দীর্ঘ দিন ধরে বকেয়া রেখেছিল এয়ার ইন্ডিয়া।

এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তার বক্তব্য হলো-‘একসঙ্গে এতগুলি বকেয়া মেটানো আসলে অসম্ভব। সে কারণেই আমরা সময় চেয়েছিলাম। তাতেই আলোচনার ভিত্তিতে ওই টাকা কিস্তিতে মেটানো হবে ঠিক হয়েছে।’

এয়ার ইন্ডিয়ার সূত্রের বরাত দিয়ে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউজ এইটিন জানায়, সর্বশেষ এই বকেয়া মেটানোর মাসুল আসলে গুণতে হবে যাত্রীদেরই। এজন্য বিমানের ভাড়া ২০ থেকে ৩০ শতাংশ বেড়েও যেতে পারে। তবে শুধু কলকাতা বিমানবন্দরই নয়, এই পরিবহণ মাসুল বকেয়া রয়েছে হায়দরাবাদ, পুণে, চেন্নাইয়ের মতো বড় বিমানবন্দরেও। সব মিলিয়ে চরম বিপাকে রয়েছে এয়ার ইন্ডিয়া।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, নিউজ এইটিন

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.