বাংলাদেশসহ যে ১৩টি দেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইতালি

বাংলাদেশ ও ব্রাজিলসহ ১৩টি দেশকে করোনাভাইরাস সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশ বিবেচনা করে তাদের ইতালির ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। বৃহস্পতিবার এ বিষয়ে বিশেষ অধ্যাদেশ জারি করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবের্তো স্পেরাঞ্জা।

অধ্যাদেশে বলা হয়, আর্মেনিয়া, বাহরাইন, বাংলাদেশ, ব্রাজিল, বসনিয়া, চিলি, কুয়েত, নর্থ মেসেডোনিয়া, মলডোভা, ওমান, পানামা, পেরু ও ডোমেনিকান রিপাবলিক।

গত ১৪ দিন উল্লেখিত ১৩ দেশে অবস্থান করা নাগরিক অথবা পর্যটকরা ইতালিতে প্রবেশ করতে পারবেন না।

সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইতালির নাগরিকরা। সোশ্যাল মিডিয়ায় তারা সরকারের এ পদক্ষেপের প্রশংসা করেছে।

দেশটির বার্তা সংস্থা আনসাকে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবের্তো স্পেরাঞ্জা বলেন, এসময় বিশ্বব্যাপী মহামারী এখন তীব্র আকার ধারণ করেছে। আমরা এ বিষয়ে কোনো ছাড় দিয়ে আমাদের ইতালিয়ান নাগরিকদের নতুন করে শংকায় ফেলতে চাই না। এমনিতেই সম্প্রতি মাসগুলো আমাদের ভীষণ পীড়া দিয়েছে।

সূত্র: আনসা, দ্য লোকাল

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.