মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের দৌড়গোড়ায় এসে পড়লেন হিলারী ক্লিন্টন। ডোনাল্ড ট্রাম্পও আরো শক্তিশালী অবস্থানে পৌঁছে গেলেন। ২৬ এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত ৫টি রাজ্যের প্রাইমারী নির্বাচনে ডেমোক্রেট দলে হিলারী জয়ী হতে যাচ্ছেন ৪টি রাজ্যে এবং তার প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্স মাত্র ১টি রাজ্যে জয়ী হওয়ার পথে। অন্যদিকে রিপাবলিকান দলে ট্রাম্প ৫টি রাজ্যের মধ্যে সবকটি রাজ্যেই জয়ী হতে যাচ্ছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত খবরে বলা হয়েছে, হিলারী কানেকটিকাট, ডিলাওয়ার, মেরিল্যান্ড এবং পেনসিলভানিয়ায় জয়ী হওয়ার পথে। ডেমোক্রেট দলের অন্য প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্স জয়ী হতে যাচ্ছেন রোড আইল্যান্ডে। অন্যদিকে রিপাবলিকান দলের ভোট গণনায় ট্রাম্প এই ৫টি রাজ্যের সবকটিতেই জয়ী হতে যাচ্ছেন।