এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের একটি বিমান কেরালায় রানওয়ে থেকে ছিটকে পড়ে দুই পাইলটসহ ২০ জন নিহত হয়েছেন।
আহত শতাধিক যাত্রীকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুবাই থেকে ১৯০ আরোহী নিয়ে কেরালার কোঝিকোড়ে অবতরণের সময় ভারী বৃষ্টিপাতের কারণে রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। এরই মধ্যে বিমানটির ডাটা রেকর্ডার উদ্ধার করা হয়েছে।
ভারতের কেরালায় দুর্ঘটনার কবলে পড়ে দুই ভাগ হয়ে যাওয়া বিমানটিকে দেখতে শনিবার (০৮ আগস্ট) সকাল থেকেই কোঝিকোড় বিমানবন্দরে জড়ো হন সাধারণ মানুষ।
খারাপ আবহাওয়ার কারণে শুক্রবার সন্ধ্যায় এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে পাইলটসহ বেশ কয়েকজন মারা যান। আহত হন শতাধিক।
এরই মধ্যে ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী।
হরদীপ সিং পুরি বলেন, কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে। রানওয়ে ২৮ এ অবতরণের কথা ছিলো বিমানটির।
কিন্তু খারাপ আবহাওয়ার কারণে রানওয়ে ১০ এ নামতে গিয়ে ছিটকে ৩৫ ফুট নিচে পরে যায় বিমানটি। দ্রুত উদ্ধারকারী ও স্থানীয়রা এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করে।
শুক্রবার রাতভরই চলে উদ্ধারকাজ। শতাধিক যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
এদের মধ্যে বেশ কয়েকজন যাত্রীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।
একজন বলেন, দুর্ঘটনার পরপরই আমরা দৌড়ে চলে আসি। খণ্ড খণ্ড হয়ে পড়ে ছিলো বিমানটি। কয়েকজন শিশুও ছিলো এতে।
এক টুইট বার্তায় এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।