ব্রিটিশ বিমান সংস্থা ইজিজেট জানিয়েছে, তারা ব্রিটেনে তাদের তিনটি বেইস বা বিমান রাখার নিজস্ব ঘাঁটি বন্ধ করে দেবে। এতে চাকরি হারাবে ৬৭০ জন। করোনাভাইরাস মহামারিতে ভ্রমণ কমে যাওয়ায় বড় ধরনের আর্থিক লোকসানে পড়েছে প্রতিষ্ঠানটি।
কোঁম্পানির সিইও জোহান লান্ডগ্রেন বলেন, ‘করোনাভাইরাস মহামারিতে আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, বিশেষ করে বিশ্বজুড়ে বিমান পরিবহন নিষেধাজ্ঞায়, তাতে এ ছাড়া আমাদের কোনো উপায় ছিল না।
এই তিন ঘাঁটিতে ৬৭০ জন্য পাইলট ও ক্রু কাজ করতেন। তাঁদের বিদায় জানাতে হবে।’
আরও খবর