নেপালে পুনরায় সব ভিসা সার্ভিস চালু

করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা সব ধরনের ভিসা সার্ভিস আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে নেপাল। দেশটির ইমিগ্রেশন বিভাগ রোববার থেকে সব ভিসা সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে।

একমাস আগে এ সার্ভিস বন্ধ করে দেয়া হয়। ওই বিভাগের সিনিয়র একজন কর্মকর্তা এ খবর জানান। বাসস।

একজন স্টাফের শরীরে কোভিড-১৯ শনাক্তের পর ১০ আগস্ট ভিসা সার্ভিস বাতিল করে ইমিগ্রেশন বিভাগ।

শনিবার এই বিভাগের তথ্য কর্মকর্তা রাম চন্দ্র তিওয়ারি বলেন, ভিসা সার্ভিস পুনরায় চালুর কারণে নেপালে অবস্থারনত বিদেশিরাই মূলত উপকৃত হবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.