করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা সব ধরনের ভিসা সার্ভিস আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে নেপাল। দেশটির ইমিগ্রেশন বিভাগ রোববার থেকে সব ভিসা সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে।
একমাস আগে এ সার্ভিস বন্ধ করে দেয়া হয়। ওই বিভাগের সিনিয়র একজন কর্মকর্তা এ খবর জানান। বাসস।
একজন স্টাফের শরীরে কোভিড-১৯ শনাক্তের পর ১০ আগস্ট ভিসা সার্ভিস বাতিল করে ইমিগ্রেশন বিভাগ।
শনিবার এই বিভাগের তথ্য কর্মকর্তা রাম চন্দ্র তিওয়ারি বলেন, ভিসা সার্ভিস পুনরায় চালুর কারণে নেপালে অবস্থারনত বিদেশিরাই মূলত উপকৃত হবেন।