শাহজালাল বিমান বন্দরের নিরাপত্তা জোরদারের সুপারিশ

Shajalal-Airportএভিয়েশন নিউজ: সোনা চোরাচালান ও চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সুপারিশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলে কমিটিকে জানিয়েছেন বিমান মন্ত্রণালয়।

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। এছাড়াও সোনা চোরাচালান বিষয়ে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির রিপোর্ট বৈঠকে উপস্থাপনের কথা থাকলেও তদন্ত কমিটিকে আরও ১৫ দিন সময় দেওয়া হয়েছে।

বৈঠক শেষে কমিটির সভাপতি ফারুক খান জানান, তদন্ত কমিটিকে তাদের চাহিদা অনুযায়ী সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, বিমানে অব্যাহত সোনা চোরাচালানের ঘটনায় কমিটি নানাদিক বিশ্লেষণ করে বেশ কিছু সুপারিশ করেছে। এর মধ্যে বিমানের বন্দরের হ্যাঙ্গার এলাকাটি স্পর্শকাতর বিবেচনায় সেখানে ক্যান্টিন পরিচালনা বন্ধ করার কথা বলা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এছাড়াও বিমানের ক্ষুদ্র যন্ত্রাংশ ক্রয়ে নির্ধারিত কোম্পানি কোটা ব্যবস্থা তুলে দিয়ে ই-টেন্ডারিংয়ের মাধ্যমে সকল কোম্পানির অংশগ্রহণের সুযোগ তৈরির সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে কমিটির এক সদস্য সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বিমানের পরিচালনা পর্ষদ নিয়ে বিতর্কের কারণে মন্ত্রণালয় থেকে বিমানের পর্ষদ পুর্নগঠনের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলে কমিটিকে জানানো হয়েছে।

ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, অধ্যাপক মো. আলী আশরাফ, নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, মো: আফতাব উদ্দীন সরকার এবং সাবিহা নাহার বেগম।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.