জনপ্রিয় চিত্রাভিনেতা রিয়াজের বিপরীতে প্রথমবারের মতো একটি নাটকে অভিনয় করলেন অভিনেত্রী দীপা খন্দকার। নাটকের নাম ‘রঙিন দ্বিধা’। আনিসুল হকের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন শামীম শাহেদ।
এ প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘রিয়াজ ভাইয়ের সঙ্গে প্রথমবার কাজ করে দারুণ লেগেছ। তিনি অভিনেতা হিসেবে যেমন দুর্দান্ত তেমনি মানুষ হিসেবেও অসাধারণ। আশা করি আমাদের নতুন জুটির এই কাজটি ভালো লাগবে সবার। সেইসঙ্গে রিয়ার ভাইয়ের সঙ্গেও আগামীতে কাজ করার সুযোগ হবে বলেই প্রত্যাশা রাখি।’
মনস্তাত্ত্বিক গল্প নির্ভর এই নাটকে আরো অভিনয় করেছেন স্পর্শিয়া ও সেতু। নির্মাতা জানালেন, বেশ কিছুদিন আগেই নাটকটির শুটিং শেষ হয়েছে। আগামী ঈদে এটি চ্যানেল আইতে প্রচারিত হবে।