ছবিটির দিকে তাকান!

deepika-bg20160606162337ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে নিজের দারুণ একটি ছবি রোববার (৫ জুন) ইনস্টাগ্রামে শেয়ার করেছেন হলিউড অভিনেতা ভিন ডিজেল। তারা একসঙ্গে অভিনয় করেছেন ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবিতে।

গত ১২ মে এর কাজ শেষ করেছেন ৩০ বছর বয়সী দীপিকা। এদিন তার সঙ্গে তোলা মন খারাপের একটি সেলফি ইনস্টাগ্রামে শেয়ার করেন আরেক সহশিল্পী নিনা ডোবরেভ।

ছবিটিতে দীপিকাকে দেখা যাবে সেরেনা আঙ্গার চরিত্রে। নাম ভূমিকায় আছেন ৪৮ বছর বয়সী ডিজেল। তাদের পাশাপাশি আছেন টনি জা, স্যামুয়েল এল. জ্যাকসন, রুবি রোজ। এটি হলো ‘ট্রিপল এক্স’ সিরিজের তৃতীয় কিস্তি। পরিচালনা করেছেন ডিজে ক্যারাসো। ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ মুক্তি পাবে ২০১৭ সালে।

এদিকে গত ১ জুন বুদাপেস্ট থেকে মুম্বাই ফেরার পর বিমানবন্দরে আলোকচিত্রীদের সামনে পড়েন দীপিকা। ‘রাবতা’ নামের একটি ছবির বিশেষ গানের কাজ করতে হাঙ্গেরির রাজধানীতে গিয়েছিলেন তিনি।

‘ট্রিপল এক্স’ শেষে দীপিকা এবার কাজ করবেন দক্ষিণী ছবির সুপারস্টার চিরঞ্জীবির সঙ্গে। ভিভি বিনায়েক পরিচালিত তেলেগু ছবি ‘কাত্তিলানতোদু’তে দেখা যাবে তাদেরকে। এটি হবে চিরঞ্জীবির ১৫০তম ছবি। ১৫ বছর পর এর মাধ্যমে পূর্ণাঙ্গ চলচ্চিত্রে ফিরছেন তিনি।

বলিউডে দীপিকার সর্বশেষ ছবি সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’ মুক্তি পায় গত বছরের ডিসেম্বরে। শোনা যাচ্ছে, একই পরিচালকের ‘পদ্মবতী’ ছবিতে কাজ করবেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.