ভারতফেরত যাত্রীরা ১৪ দিনের কোয়ারেন্টাইনে এবার খুলনায়

বেনাপোলের আবাসিক হোটেল ও মাদ্রাসা গুলো ভারতে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের চাপে ভরে গেছে। চাপ সামলাতে গতকাল থেকে দেশে ফেরা যাত্রীদের ৭৫ কিলোমিটার দূরে জেলা সদর নড়াইলের পর এবার নেয়া হচ্ছে খুলনায়।

আজ শনিবার দুপুর ১টার মধ্যে দেশে ফিরেছে প্রায় ৮০ জন বাংলাদেশি। এদেরকে বিশেষ ব্যবস্থায় খুলনায় নেয়া হচ্ছে।

প্রতিদিন স্রোতের মতো দেশে ফিরছে ভারতে আটকে পড়া বাংলাদেশিরা। আটকে পড়া যাত্রীদের অধিকাংশ চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছিলেন। গতকাল পর্যন্ত ভারত থেকে ফিরেছে ৯৪৬ জন।

প্রথম তিনদিনের প্রায় ৬ শতাধিক যাত্রীকে রাখা হয় বেনাপোলের বিভিন্ন আবাসিক হোটেলে। বেনাপোলে পর্যটন মোটেলসহ হোটেলের সংখ্যা ১২। স্থান সংকুলান না হওয়ায় ২৯ এপ্রিল দেশে ফেরত আসা যাত্রীদের রাখা হয় ঝিকরগাছার গাজীর দরগা মাদ্রাসায়। ৩০ তারিখের যাত্রীদের পাঠানো হয়েছে নড়াইলের বিভিন্ন হোটেলে।

সরকারী নির্দেশনা অনুযায়ী, দেশে ফেরত আসা এসব যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.