সিনোফার্মের ১০ লাখ টিকা নিয়ে বেইজিং ছেড়েছে বিমানের ফ্লাইট

সিনোফার্ম থেকে কেনা করোনা টিকার ১০ লাখ ডোজ নিয়ে চীনের বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।

শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে সাতটার দিকে টিকার প্রথম চালান নিয়ে বিমানের ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। রাতেই ফ্লাইটটি ঢাকায় পৌছােনার কথা রয়েছে।

ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান তার ফেসবুক পেজ থেকে এ খবর জানিয়েছেন।

তিনি আরও জানান, আরও ১০ লাখ ডোজের দ্বিতীয় চালান নিয়ে আরেকটি ফ্লাইট বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে বেইজিং ত্যাগ করবে।

এর আগে, চীন থেকে আজ রাতে সিনোফার্ম থেকে কেনা টিকার ২০ লাখ ডোজ আসবে বলে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম জানিয়েছিলেন।

বাংলাদেশ সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে। তিন মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা। ইতোমধ্যে চুক্তির ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। –সুত্র : ডেইলী স্টার

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.