গ্রিসে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালন

গ্রিসের বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।

রোববার সকালে দূতাবাস প্রাঙ্গণে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচি শুরু হয়।

এরপর জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত। অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সভাপতিত্বে ও দূতালয়প্রধান মোহাম্মদ খালিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি হাজী আব্দুল কুদ্দুস, ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান শেলু , সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার ও সহ-সভাপতি সামাদ মাতুব্বর।

উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস, গ্রিস আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ গ্রিস প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও আঞ্চলিক সংগঠনের নেতকর্মীরা। এ সময় সর্বস্তরের বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দূতাবাস চত্বরে ‘বিশ্বমঞ্চে বঙ্গবন্ধু’ শীর্ষক মাসব্যাপী এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ। এই প্রদর্শনীতে স্বাধীনতাপরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন ও আন্তর্জাতিক অঙ্গণে বঙ্গবন্ধুর সক্রিয় কূটনৈতিক উদ্যোগ ও অসামান্য অবদানের চিত্র তুলে ধরা হয়।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠের মাধ্যমে জাতীয় শোক দিবসের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়।

আলোচনা অনুষ্ঠানের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা এবং বিশ্বব্যাপী করোনা মহামারি থেকে বাংলাদেশের মানুষ, প্রবাসী বাংলাদেশিসহ বিশ্ববাসীর সুস্থতা ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.