শ্লীলতাহানির অভিযোগ উঠেছে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রীর বাবার বিরুদ্ধে।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের একজন সহকারী শিক্ষিকা অভিযোগ করেছেন, ওই স্কুলের কেরানি দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় (শুভশ্রীর বাবা) তার শ্লীলতাহানি করেছেন। শুধু তাই নয় তর্কাতর্কির সময় তাকে জুতো ছুঁড়ে মারার চেষ্টাও করেন। ওই সময় উপস্থিত অন্যান্য সহ কর্মীরা এগিয়ে আসেন এবং দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়কে থামিয়ে দেন।
এদিকে এ বিষয়ে শুভশ্রীর বাবা জানিয়েছেন, স্কুলের প্রধান শিক্ষিকা নিয়োগ নিয়ে সমস্যা হয়েছিল, আর তার জেরেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তিনি। এর থেকে বেশি কিছুই হয়নি বলে তার দাবি।
ইতোমধ্যে ওই শিক্ষিকা থানায় এফআইআর দায়ের করেছেন। বর্ধমান মহিলা থানা পুলিশ তদন্তও শুরু করেছে বলে জানা গেছে।