সাব্বির, তাসকিন ও আরাফাত সানীর পছন্দের বলিউড অভিনেত্রী

cricket-cricket-120160626214051বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান সুযোগ পেলে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও কারিনা কাপুরের বিপরীতে অভিনয় করতে চান! পেসার তাসকিন আহমেদের নিজের নায়িকা হিসেবে পছন্দ জ্যাকলিন ফার্নান্দেজ আর আরাফাত সানীর পছন্দ মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালান।

‘ক্রিকেট ক্রিকেট’ নামের একটি অনুষ্ঠানে মজার আড্ডা দিয়েছেন তিন তারকা। ব্যাটসম্যন, পেসার এবং স্পিনার কম্বিনেশনে সাজানো হয়েছে এটি। ব্যাটসম্যান সাব্বির, পেসার তাসকিন এবং স্পিনার আরাফাত সানী অংশ নিয়েছেন এতে। এরই মধ্যে তাদেরকে নিয়ে ধারণ কাজ সম্পন্ন হয়েছে।

আড্ডায় তিন তারকাই মাঠে নতুন করে ঝলসে ওঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তাসকিন বলেন, ‘এমন একজন ক্রিকেটার হতে চাই যেন আমাকে নিয়ে একদিন চলচ্চিত্র নির্মাণ হয়। ১০-২০ বছর পর ওই ছবিতে আমি নিজেও অভিনয় করবো, নায়িকা হিসেবে থাকবেন আমার হবু স্ত্রী।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেত্রী ঈশিকা খান। তিনি বললেন, ‘ক্রিকেট মাঠের নক্ষত্ররা কখনও জ্বলে ওঠেন, কখনও থাকেন ঘোর আঁধারে। তবে সবকিছুর পরও তারা লাখো কোটি দর্শকের প্রিয় মুখ, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। তেমনই তিনজন ভালো লাগার ক্রিকেটারের নিয়ে আড্ডা দিয়ে ভালো লাগলো।’

রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও এসএম হুমায়ূন কবীরের প্রযোজনায় মাছরাঙা টেলিভিশনে ঈদের চতুর্থ দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচার হবে ‘ক্রিকেট ক্রিকেট’।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.