৮ জুলাই শ্রাবন্তীর বাগদান

Srabonti_top1467193807এক বছর সম্পর্কে থাকার পর প্রেমিক কৃষাণ ব্রজের সঙ্গে বাগদান করছেন অভিনেত্রী শ্রাবন্তী। আগামী ৮ জুলাই তাদের বাগদানের দিন ধার্য করা হয়েছে।

নিজেদের সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে নিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন এ জুটি। তবে তাদের বিয়ের মূল আনুষ্ঠানিকতা হবে আগামী বছর।

একটি অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শ্রাবন্তী। সেখানে যাওয়ার আগেই তার বাগদানের পরিকল্পনা একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি জুলাইয়ের ৬ তারিখে ফিরব এবং ৮ জুলাই আমার বাগদান। পরিবার সব আয়োজন করবে। সকালে বাড়িতে পূজা হবে, এদিন বাবার কিনে দেওয়া লাল শাড়ি পরব।’

অন্যদিকে কৃষাণও তৈরি হচ্ছেন বিশেষ দিনের জন্য। শ্রাবন্তীর জনপ্রিয় ‘এগিয়ে দে’ এবং ‘ও মাই লাভ’ গানের তালে এদিন নাচবেন তিনি।

বাগদান শেষে দুজন মিলে ইউরোপ ভ্রমণে যাবেন বলে জানিয়েছেন শ্রাবন্তী। শ্রাবন্তী এবং কৃষাণ দুজনেই পরস্পরের জন্য হীরের আংটি কিনেছেন। তবে হীরের আংটির চেয়ে একটি চুম্বনই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন কৃষাণ। তিনি বলেন, ‘একটি চুম্বন আমাদের সকল সমস্যা সমাধান করতে পারে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.