এভিয়েশন নিউজ: জাতীয় সংসদ সদস্যরা বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষমতা চান। সংসদীয় কমিটির বৈঠকে তাঁরা নিজের এলাকা থেকে কোটার ভিত্তিতে তাঁদের সুপারিশ অনুযায়ী শ্রমিক পাঠানোর প্রস্তাব করেছেন। কিন্তু এই প্রস্তাবে আপত্তি জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তবে তিনি বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের প্রত্যয়নপত্র নেওয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন।
গতকাল বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিদেশে জনশক্তি রপ্তানির বিষয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, মন্নুজান সুফিয়ান, মো. ইসরাফিল আলম, মাহমুদ সামাদ চৌধুরী, মাহফুজুর রহমান, মো. আয়েন উদ্দিন ও মাহ্জাবীন মোরশেদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে আয়েন উদ্দিনসহ কমিটির একাধিক সদস্য মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সংসদ সদস্যদের সুপারিশ নেওয়ার প্রস্তাব করেন। সংসদ সদস্যদের সুপারিশ অনুযায়ী শ্রমিকদের তালিকা প্রণয়নের দাবি করা হয়।
জবাবে মন্ত্রী বলেন, এসব ঝামেলায় যাওয়ার দরকার নেই। কেননা পরে এলাকার লোকদের কাছে সুনাম ক্ষুণ্ন হবে।
দেখা যাবে-কোনো একজন না যেতে পারলে তা নিয়ে বিভেদ সৃষ্টি হয়েছে। তাই যেভাবে আছে, সেভাবেই চলা ভালো। তিনি আরো বলেন, শ্রমিক পাঠানের ক্ষেত্রে মন্ত্রণালয়কে আরো বেশি সতর্ক হতে হবে। এ ক্ষেত্রে যে এলাকার লোক যাবে সেই এলাকার সংসদ সদস্যের প্রত্যয়ন নেওয়া বাধ্যতামূলক করতে হবে। এতে করে অবৈধ পথে শ্রমিক যাওয়া বন্ধ হবে।
বৈঠকে জানানো হয়, নারী শ্রমিক পাঠানোর আগে ছয় সপ্তাহের প্রশিক্ষণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে একটি চুক্তি সই হয়েছে। এ চুক্তির আওতায় নারী শ্রমিকদের আরবি ভাষার ওপর প্রশিক্ষণ দেওয়া হবে, যেন প্রবাসে গিয়ে কোনো শ্রমিককে সমস্যায় পড়তে না হয়। নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। এ ছাড়া প্রবাসী শ্রমিকদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দ্রুততার সঙ্গে প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।