প্রথম টেলিভিশন তৈরি হয়েছিল ১৯২০ সালের শেষের দিকে।
তবে শুরুর দিকে তা ছিল কেবল পরীক্ষামূলক স্তরে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঘরে ঘরে সাদা-কালো টিভি স্থান পায়।
এরপর থেকে এতদিন পর্যন্ত টেলিভিশনে শুধুমাত্র দর্শন ও শ্রবণ – এই দুই ইন্দ্রিয় দিয়েই উপভোগ করা যেত।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এবার আরেকটি ইন্দ্রিয়কেও এবার স্পর্শ করতে চলেছে টেলিভিশন।
সম্প্রতি এমনই একটি টিভি আবিষ্কার করেছে জাপান।
সম্প্রতি দেশটির একজন অধ্যাপক এমন এক প্রোটোটাইপ টেলিভিশন বানিয়েছেন। যা মানুষের স্বাদ ইন্দ্রিয়কেও তৃপ্ত করতে সক্ষম। অর্থাৎ টেলিভিশনের পর্দায় কোনো খাবারের ছবি দেখালে, দর্শকরা সেই টিভির পর্দায় জিহ্বা লাগালে ওই খাবারের স্বাদ পেতে সক্ষম হবেন।
এই টেলিভিশন মানুষের টিভি দেখার অভিজ্ঞতা আরও এক ধাপ এগিয়ে দেবে বলে আশা করা হচ্ছে।