মধ্যপ্রাচ্যে বিমানের ‘টিকিট সিন্ডিকেট’ বন্ধের দাবি আটাবের

বর্তমানে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াতের জন্য এয়ার টিকিটের আকাশচুম্বী মূল্য বিরাজ করছে জানিয়ে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও টিকিট সিন্ডিকেট বন্ধের দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশের (আটাব) সাধারণ সদস্যরা।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আটাব সাধারণ সদস্যদের ব্যানারে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আটাবের সাবেক সভাপতি এস. এন. মঞ্জুর মোর্শেদ মাহবুব বলেন, গত অক্টোবর ২০২১ থেকে এই সংকটময় অবস্থা শুরু হয়ে জানুয়ারি ২০২২ এ টিকিট মূল্য সর্বকালের সেরা রেকর্ড অতিবাহিত করছে।
রিয়াদ, জেদ্দা, মাস্কাট ও দুবাই সেক্টরের ইকোনমি ক্লাসের স্বাভাবিক একমুখী ভাড়া ত্রিশ থেকে পয়ত্রিশ হাজার টাকা হলেও এখন এক লাখ টাকা থেকে এক লাখ ত্রিশ হাজার টাকায় চলে এসেছে। এত বেশি টাকা দিয়েও এখন টিকিট পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, টিকিটের মূল্য বৃদ্ধির ফলে প্রবাসী, শ্রমজীবী বিদেশগামী যাত্রী, ওমরাহ্ যাত্রী, রিক্রটিং এজেন্সি, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটরসহ সবাই ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
পার্শ্ববর্তী দেশ থেকে উল্লিখিত সেক্টরগুলোতে এয়ার টিকিট মূল্য চল্লিশ হাজার টাকারও কম।
এছাড়া একই গন্তব্যের ফিরতি পথের দূরত্ব একই হলেও টিকিট ভাড়া বিশ থেকে পঁচিশ হাজার টাকা মাত্র।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.