রাশিয়ায় অস্ত্র পাঠাবে না চীন

ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার কাছে অস্ত্র পাঠাবে না চীন।
পাশাপাশি সংকট কমাতে পদক্ষেপ নেবে বেইজিং।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এ কথা জানিয়েছেন।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে এক টেলিফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করে বলেন, রাশিয়ায় অস্ত্র সরবরাহ করলে এর পরিণতি ভোগ করতে হবে। এরপর রাষ্ট্রদূত কিন গ্যাংয়ের কাছ থেকে এমন মন্তব্য এল।

কিন গ্যাং অভিযোগ করে বলেন, সমস্যা সমাধানে যেকোনে ধরনের নিন্দা কোনো কাজে আসবে না, এজন্য প্রয়োজন ভালো কূটনৈতিক তৎপরতা।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ এখনো চলছে। বর্তমান পরিস্থিতি নিয়ে স্থানীয় সময় শুক্রবার (১৮ মার্চ) আলোচনায় বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
ভিডিও কলে রাশিয়াকে সমর্থন করা নিয়ে চীনকে আবারও সতর্ক করেন জো বাইডেন। এর আগে চীন রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.