বছরের শুরু থেকেই নিত্যপণ্যের দাম লাগামহীন। ঊর্ধ্বমুখী বাজারে টিকে থাকাই কঠিন সীমিত উপার্জনের মানুষের।
এ অবস্থা সামাল দিতে বাণিজ্য মন্ত্রণালয় সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রাক সেলের পদক্ষেপ নিয়েছে।
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সাধারণ ক্রেতাদের দোরগোড়ায় যাচ্ছে টিসিবির ট্রাক।
নিম্নবিত্ত ও দরিদ্র মানুষের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের এ ঊর্ধ্বমূল্যে তাল মেলাতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্তরাও।
আয়ের সঙ্গে ব্যয়ে ব্যবধান বাড়ছে প্রতিনিয়ত।
এরমধ্যে আসন্ন পবিত্র রমজান ঘিরে অন্যান্য বছরের মতো এবারও নিত্যপণ্যের বাজারে এক ধরনের অনিশ্চয়তা ও অস্থিরতা বিরাজ করছে।
এ পরিস্থিতিতে টিসিবির ট্রাক সেলের লাইনে দাঁড়াচ্ছেন মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও।
তবে চাহিদার তুলনায় ট্রাক সেলে পণ্যের যোগান কম হওয়ায় অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করেও খালি হাতে ঘরে ফিরছেন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে এমন চিত্রই দেখা গেছে।