গত ৫ থেকে ২৪ জুন পর্যন্ত বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে সৌদি আরবে গিয়েছে ১০৩টি ফ্লাইট।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৭টি, সৌদি এয়ারলাইন্স ৪১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫টি হজ ফ্লাইট পরিচালনা করেছে।
এসব ফ্লাইটে সৌদি গিয়েছেন ৩৭ হাজার ৮৯ জন।
জানা গেছে, এখন পর্যন্ত সর্বমোট ইস্যুকৃত ভিসা ৮৬.৭০ শতাংশ।
সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ৬ বাংলাদেশি হজযাত্রী।
তাদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ২ জন।
চাঁদ দেখা সাপেক্ষে ২০২২ সালের পবিত্র হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই। বাংলাদেশ থেকে চলতি হজ মৌসুমে আরও ২ হাজার ৪১৫ জনের কোটা বাড়িয়েছে রাজকীয় সৌদি আরব সরকার।
যদিও আগে এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জনের কোটা দিয়েছিল সৌদি। কোটা বৃদ্ধির ফলে সর্বমোট ৬০ হাজার জন বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।