পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে নিহত ছয় পরিবারকে দুই লাখ টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৬ আগস্ট) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান এ ঘোষণা দেন।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম এ তথ্য জানান। এছাড়া অগ্নিকাণ্ডে নিহত হ্ওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী।
এর আগে, সোমবার (১৫ আগস্ট) পুরান ঢাকার চকবাজারের একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নেভায়।
ওই ভবনের নিচে একটি খাবার হোটেল থেকে আগুনে পুড়ে যাওয়া ছয়টি মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- ওহাব আলী ওসমান (২৫), বেল্লাল সরদার (৩৫), স্বপন সরকার (১৮), মোতালেব (১৬), শরীফ (১৬) ও রুবেল (২৮)। তারা সবাই ওই হোটেলকর্মী।