শাহিদ কাপুরের বলিউডে সোনালি সময় কেটেছে। প্রেমের ছবিতে তার জুড়ি নেই।
কারিনা কাপুর, বিদ্যা বালান, প্রিয়াংকা চোপড়ারা তার সঙ্গে অভিনয় করতে মুখিয়ে থাকতেন। পর্দায় তাদের রসায়ন উপভোগ করত দর্শক।
শাহিদের বৃহস্পতি যখন তুঙ্গে, তখন তার সমসাময়িক প্রায় সব নায়িকা তার প্রেমে পড়েছিল।
কারিনা কাপুর, প্রিয়াংকা চোপড়া, বিদ্যা বালন— একাধিক বলিউড নায়িকার সঙ্গে সম্পর্ক জড়িয়েছিলেন শাহিদ কাপুর। সময় গড়িয়েছে। ভেঙেছে প্রেম।
বলিউডের বাঘা বাঘা নায়িকাদের বাদ দিয়ে মীরা রাজপুতকে বিয়ে করেছেন শাহিদ। তার এ সিদ্ধান্তে তখন অনেকেই অবাক হয়েছেন।
খুব সচেতনভাবেই কি এ সিদ্ধান্ত? ‘কফি উইথ করণ’-এ প্রশ্নের মুখোমুখি শাহিদ। ‘কবীর সিং’-এর পাল্টা প্রশ্ন— ‘সচেতন সিদ্ধান্ত? বিয়ে নিয়ে কি আদৌ সচেতন সিদ্ধান্ত নেওয়া যায়?’
শাহিদ বলেন, আমার দুটি দিক আছে। আমার চকচকে অভিনেতা সত্তাটা সবাই দেখতে পান। কিন্তু আমার একটি ঘরোয়া এবং আধ্যাত্মিক দিকও রয়েছে।’
২০১৫ সালে শাহিদ-মীরা বিয়ে করেন। আপাতত দুই সন্তান নিয়ে তাদের সুখের সংসার। অভিনেতা বলেন, আমি একজন নিরামিষাশী। মদ্যপান করি না। এমন কাউকে পাইনি যে আমার এই দিকটা বুঝবে। আমার বয়স তখন ৩৪। সংসার পাতার পরিকল্পনা করছিলাম। কারণ ১০ বছর ধরে আমি একা ছিলাম।’
পরিবার সূত্রে শাহিদের সঙ্গে মীরার আলাপ। সেই আলাপ থেকে ভালো লাগা। ভালো লাগা থেকেই বিয়ে করার সিদ্ধান্ত। শাহিদ বলেন, মীরার সঙ্গে দেখা হওয়াটা আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনা। ও আমাকে অনেক কিছু দিয়েছে। মীরা আমাকে একটা স্বাভাবিক জীবনযাপন করতে সাহায্য করে। ওর কাছে আমি কৃতজ্ঞ।’
প্রসঙ্গত, শাহিদকে শেষ দেখা গেছে ‘জার্সি’তে। বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি ছবিটি। এবার ‘ব্লাডি ড্যাডি’খ্যাত অ্যাকশন থ্রিলারে অভিনয় করবেন তিনি।