ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। বিয়ের খবর দিয়ে আলোচনায় আসেন চিত্রনায়িকা। বিয়ের পর ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন নায়িকা। বিয়েপরবর্তী সামাজিক অনুষ্ঠান, মধুচন্দ্রিমা সব মিলিয়ে দারুণ সময় কাটছে।
এবার দর্শকদের নতুন খবর দিলেন পূর্ণিমা। সিনেমায় নিয়মিত হচ্ছেন তিনি।
‘আহারে জীবন’ নামের সিনেমার মাধ্যমেই সরকারি অনুদানের সিনেমায় অভিষেক হচ্ছে পূর্ণিমার। পরিচালনা করবেন ছটকু আহমেদ। আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
এ বিষয়ে পূর্ণিমা জানান, গল্পটা চমৎকার। আর সর্বোপরি এটি সরকারি অনুদানের সিনেমা। আর ছটকু ভাই আমাদের চলচ্চিত্রের প্রখ্যাত একজন প্রবীণ পরিচালক। তিনি দীর্ঘদিন পর একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সব মিলিয়েই ভেবেচিন্তে সিনেমাটি কাজ করতে যাচ্ছি। যেহেতু ছটকু ভাই গুণী একজন নির্মাতা, তাই আমার বিশ্বাস কাজটি বেশ ভালো হবে।
১৬ অক্টোবর রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এ সিনেমার শুটিং শুরু হবে। এদিকে পূর্ণিমা অভিনীত মুক্তিপ্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ‘জ্যাম’ ও ‘গাঙচিল’।
২৭ মে দ্বিতীয়বারের মতো বিয়েরপিঁড়িতে বসেন পূর্ণিমা। বিয়ের দুই মাসের মাথায় ২১ জুলাই খবরটি সংবাদমাধ্যমে প্রকাশ করেন তিনি।