নিউইয়র্কের কুইন্স এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইমামসহ দুই বাংলাদেশী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মসজিদের ইমাম আলাউদ্দিন আখনজি ও তার বন্ধু তারা মিয়া। আলাউদ্দিন আখনজি ওজোন পার্ক এলাকার আল ফোরকান জামে মসজিদের ইমাম ছিলেন।
শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ৫০ মিনিটে লিবার্টি অ্যাভিনিউ এর কাছে এ দুর্ঘটনা ঘটে।
তাদের বেশ কাছ থেকে মাথার পেছনে গুলি করে হত্যা করা হয় বলে সিবিএস সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইমাম আলাউদ্দিন আকনজি ও তার সহকারী জোহরের নামাজ শেষে বাসায় ফিরছিলেন। ৭৮নং রোর্ডের কাছে তাদের গুলি করা হয়। ৫টি গুলির শব্দ শুনেছেন প্রত্যক্ষদর্শীরা।
আহত অবস্থায় তাদের জামাইকা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে নিউইয়র্ক পুলিশের ডেপুটি ইন্সপেক্টর হেনরি সাউটনার জানিয়েছেন, কেনো তাদের হত্যা করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে ঘটনাটিকে বিদ্বেষপূর্ণ অপরাধ বা ‘হেইট ক্রাইম’হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এটা ডাকাতির ঘটনাও হতে পারে, কারণ নিহত দুজনের পকেটে নগদ কয়েকশ ডলার পাওয়া গেছে বলে জানান নিউইয়র্ক পুলিশের ডেপুটি ইন্সপেক্টর।