টুইটারের প্রধান নির্বাহীর পদ ছাড়ার ঘোষণা ইলোন মাস্কের

জনমত জরিপে হেরে টুইটারের নতুন মালিক ইলোন মাস্ক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এ পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

 

খবর রয়টার্স ।


গণমাধ্যমটি বলছে, মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার অধিগ্রহণের পর থেকে একের পর একে বিতর্কে জড়াচ্ছেন ইলোন মাস্ক। কর্মী ছাঁটাই, অফিসে যোগদানের নিয়মসহ সাংবাদিকদের অ্যাকাউন্ট বাতিলের কারণে কঠোর সমালোচনার মধ্যে রয়েছেন অন্যতম এ ধনী। সম্প্রতি প্লাটফর্মটির প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে ব্যবহারকারীদের মত চেয়েছেন টেসলা প্রধান।

টুইটারে চালু হওয়া ভোটিংয়ে ১ কোটি ৭৫ লাখ ২ হাজার ৩৯১ ভোট পড়েছে। যার মধ্যে ৫৭ দশমিক ৫ শতাংশ পদ থেকে সরে যাওয়ার পক্ষে এবং পদে আসীন থাকার পক্ষে ৪২ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে। তাই জনমত জরিপে হেরে ইলোন মাস্ক টুইট করে বলেছেন ‘ দায়িত্ব নেয়ার মতো কাউকে পেলে এ পদ থেকে পদত্যাগ করবো। আমি শুধু সফটওয়্যার ও সার্ভার টিমে কাজ করবো।’

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্ক চার হাজার ৪০০ কোটি ডলার মূল্যে টুইটার কিনে নেন। দায়িত্ব নেয়ার পরপরই টুইটারের শীর্ষ কর্মীদের বরখাস্ত করেন তিনি।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.