চেকআপ করাতে গিয়েই হুট করে ডেলিভারি: মাহিয়া মাহি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ছেলেসন্তানের মা হয়েছেন। মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে রাজপুত্রের জন্ম দেন তিনি। তবে এটি অনেকটা স্বপ্নের মতোই মনে হচ্ছে তার কাছে।

কেননা তিনি এর জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। মাহি গণমাধ্যমকে বলেন, আমি তো ওই দিন নিয়মিত শারীরিক চেকআপ করাতে হাসপাতালে গিয়েছিলাম। গিয়েই হঠাৎই ডেলিভারির জন্য ভর্তি হতে হয়েছে। নির্দিষ্ট সময়ের এক মাস আগেই আমার সন্তান পৃথিবীতে এলো।

তবে একমাত্র পুত্রসন্তানের জন্মে অনেক আনন্দিত এ নায়িকা। সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্বামী ও নবজাতকের ছবি আলাদা আলাদা পোস্ট করে জানিয়েছেন সেসব উচ্ছ্বাসের কথা।

সবাইকে ধন্যবাদ জানিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করলেন ‘অগ্নি’খ্যাত অভিনেত্রী।

বৃহস্পতিবার রাত ৭টায় ফেসবুকে স্ট্যাটাসে চিত্রনায়িকা লেখেন, আলহামদুলিল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি সারাজীবন সবাইকে শ্রদ্ধাভরে স্মরণ করব, যাদের এই আনন্দের মুহূর্তে আমরা কাছে পেয়েছি। আর যাদের পাইনি।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.