সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। গত শুক্রবার তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বরিস জনসন বলেছেন, পার্টিগেট কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদনের জেরে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
কমন্স প্রিভিলেজ কমিটির ওই প্রতিবেদনে শুক্রবার সকালেই হাতে পান বরিস জনসন। এরপর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, তদন্ত প্রতিবেদনে তাঁকে অন্যায়ভাবে সংসদ থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
বরিস এই তদন্ত কমিটিকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ বলেও অভিহিত করেছেন। তিনি বলেন, এই তদন্দ কমিটির উদ্দেশ্যেই ছিল আমাকে দোষী সাব্যস্ত করা।
২০২১ সালে করোনা মহামারির সময়ে লকডাউনবিধি উপেক্ষা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বন্ধুদের নিয়ে পানাহারের আয়োজন করেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। বিষয়টি ‘পার্টিগেট কেলেঙ্কারি’ নামে পরিচিত। শেষে সমালোচনার মুখে ২০২২ সালের ৭ জুলাই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন বরিস জনসন।
এরপর পার্টিগেট কেলেঙ্কারি নিয়ে গঠিত তদন্ত কমিটির কাছে চলতি বছরের মার্চে বরিস জনসন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পনাহার আয়োজনের বিষয়টি স্বীকার করেন। একই সঙ্গে বলেন, ওই আয়োজন তিনি ইচ্ছাকৃতভাবে করেননি।
ওই তদন্তের জেরে এবার তিনি এমপি পদ থেকেও পদত্যাগ করলেন। বিবিসি জানিয়েছে, বরিসের ছেড়ে দেওয়া আসনে এখন উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।