পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি গেলেন সেনাপ্রধান

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আজ শুক্রবার সস্ত্রীক সেনাপ্রধান সৌদি আরব গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

সেনাপ্রধান এবং তার স্ত্রী যেন সুস্থ থেকে সুষ্ঠুভাবে পবিত্র হজের কার্যক্রম সম্পাদন করতে পারেন, সেজন্য সৌদি আরব যাওয়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। মহান আল্লাহ যেন তাদের হজকে ‘হজে মাবরুর’ হিসেবে কবুল করেন সে দোয়াও কামনা করেছেন বলে জানিয়েছে আইএসপিআর।

পবিত্র হজ পালন শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৩ জুলাই দেশে ফিরবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.