সোনালী ব্যাংকের নতুন জিএম ইকবাল কবির

মোহাম্মাদ ইকবাল কবির সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি পেয়ে জেনারেল ম্যানেজারস অফিস, যশোরের জেনারেল ম্যানেজার হিসেবে যোগদান করেছেন। যোগদানের আগে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

মোহাম্মাদ ইকবাল কবির খুলনা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক (সম্মান) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব প্রফেশনাল ব্যাংকিং (এমপিবি) ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৪ সালে সিস্টেম অ্যানালিস্ট (প্রিন্সিপাল অফিসার) পদে সোনালী ব্যাংকে যোগদান করেন।

দীর্ঘ ২০ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি সোনালী ব্যাংকের নিজস্ব সফটওয়্যার সিবিএস বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনসহ খুলনা ও ঝিনাইদহ অঞ্চলে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেন। ইকবাল কবির সাইবার সিকিউরিটিসহ ব্যাংকিং বিষয়ে দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সম্ভ্রান্ত  মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.