বাংলাদেশের রিজার্ভ কমে ২৯ দশমিক ৭৮ বিলিয়ন ডলার হয়েছে। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র সরোয়ার হোসেন।
গত বুধবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মে-জুন দুই মাসের ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের বিল পরিশোধ ও বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রির পর বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বৈদেশিক মুদ্রার এই স্থিতি দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এ সহকারী মুখপাত্র জানান, বুধবার সন্ধ্যা নাগাদ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১ দশমিক ১৬ বিলিয়ন ডলার। ওইদিন আকুর বিল পরিশোধ করতে ব্যয় করা হয় ১ দশমিক ১ বিলিয়ন ডলার, যা বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ডেবিট (বাদ দেওয়া হয়) করা হয়।
একইসঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বিক্রি করা হয় ডলার। এরপর সন্ধ্যা নাগাদ রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৯ বিলিয়ন ৭৮ বিলিয়ন ডলারে।
এর আগে প্রায় দুই মাস পর গত সপ্তাহে রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়ায়। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে বাজেট সহায়তার অর্থ ছাড় ও ঈদের আগে প্রবাসী আয়ের ঊর্ধ্বগতি রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান।
কর্মকর্তারা আরও জানান, গত ৩০ জুন পর্যন্ত রিজার্ভ ছিল ৩১ দশমিক ১৯ বিলিয়ন ডলার। সেই হিসাবে আকুর বিল পরিশোধের পর দেশের বিদেশি মুদ্রার সঞ্চায়ন থাকবে ৩০ বিলিয়নের সামান্য বেশি। তবে ঋণ পরিশোধের পর তা নেমে ৩০ বিলিয়নেরও কমে দাঁড়িয়েছে।