যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সংলাপ এবার ঢাকায়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা সংলাপ এ বছর ঢাকায় অনুষ্ঠিত হবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলি সাবরিন এক প্রশ্নের জবাবে জানান, গত বছর ওয়াশিংটন ডিসিতে অষ্টম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। এর ধারাবাহিকতায় সংলাপের নবম আসর এ বছর ঢাকায় অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও বিকাশের লক্ষ্যে প্রতি বছর সেক্টরভিত্তিক বিভিন্ন সংলাপ আয়োজন করা হয়ে থাকে। এভাবে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে উভয় দেশের রাজধানীতে পর্যায়ক্রমে প্রতিবছর নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়ে আসছে।’

অন্য এক প্রশ্নের জবাবে সেহেলি সাবরিন বলেন, যেকোনও দ্বিপাক্ষিক সম্পর্কে বৈঠক বা আলোচনা একটি নিয়মিত বিষয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান।’

তিনি বলেন, ‘বর্তমানে যুক্তরাষ্ট্র হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ একক রফতানি বাজার এবং বাংলাদেশে সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ। এছাড়া রোহিঙ্গাদের মানবিক সহায়তার ক্ষেত্রেও তারা সর্বাগ্রে অবস্থান করছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, ‘এসবের ফলশ্রুতিতে একটি গতিশীল দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে ঢাকা-ওয়াশিংটনের মধ্যে নিয়মিতভাবে বিভিন্ন আলোচনা হয়ে থাকে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.