ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে উত্তরা-ফার্মগেট রুটে আজ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস চলাচল শুরু হয়েছে।
আজ সোমবার সকাল ১১টা ২৫ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আটটি ডাবল ডেকার বাস দিয়ে পরীক্ষামূলক চলাচল শুরু হয়।
প্রথম বাসটি রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউ-বিজয় স্মরণি অভারপাস হয়ে এক্সপ্রেসওয়ে রুট ব্যবহার করে এয়ারপোর্ট রওনা হয়।
এর আগে সকালে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাস চলাচলের উদ্বোধন করেন সেতু সচিব এ বি এম আমান উল্লাহ নুরী।
তিনি সাংবাদিকদের বলেন, ‘সাধারণ মানুষের দাবি ছিল এক্সপ্রেসওয়েতে বাস সার্ভিস চালু করার। যাত্রীদের সুবিধার জন্য বাস চালু হয়েছে, প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে রাত পর্যন্ত বাস চলবে, যতক্ষন যাত্রী চাহিদা থাকবে ততক্ষণ চলবে।’
‘যাত্রী সংখ্যা বৃদ্ধি হলে বাস সংখ্যা বাড়ানো হবে। আগের ভাড়া দিয়ে যাত্রীরা ফার্মগেট থেকে এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারবে।’
তিনি বলেন, ‘শিগগির বাসে ই-টিকিটিং চালু করা হবে। আমরা বিআরটিসিতে স্মার্ট কার্ড চালু করব, যা দিয়ে বিআরটিসি, মেট্রোতে ব্যবহার করা যাবে, এটার কাজও চলমান আছে। এটা আমাদের পরীক্ষামূলক একটি সার্ভিস।’
বিআরটিসি সূত্রে জানা গেছে, প্রতি কিলোমিটার ভাড়া ২ দশমিক ৪৫ টাকা। ই-টিকিটিং থাকায় অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২ সেপ্টেম্বর বিমানবন্দর এলাকার কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন।