ড্রাফটের আগে বিপিএলে দল পেলেন যারা

২০১২ সালের বিশ্বের দ্বিতীয় ফ্যাঞ্চাইজি লিগ হিসেবে পথচলা শুরু হয় বিপিএলের। দিনে দিনে কিছুটা রং হারালেও এই লিগ নিয়ে ভক্ত ও ক্রিকেটারদের আগ্রহ থাকে বেশ। আগামী বছরের জানুয়ারীতে শুরু হবে এই মেগাইভেন্টের দশম আসর। আজ এ আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট।

সাতটি ক্যাটারিতে খেলোয়াড়দের ভাগ করা হয়েছে। ‘এ’ থেকে ‘জি’ পর্যন্ত নিলামে তোলা হয়েছে খেলোয়াড়দের। ‘এ’ ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়ের মূল্য ধরা হয়েছে ৮০ লাখ টাকা। যেখানে আছেন একমাত্র মুশফিকুর রহিম। বি ক্যাটাগরিতে ৫০ লাখ, সি-তে ৩০ লাখ। পরের চারটিতে যথাক্রমে ২০, ১৫, ১০ ও ৫ লাখ টাকা ধরা হয়েছে প্রাথমিক মূল্য।

আজ শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটে মোট ৪৪৮ জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছে। তাদেরকে ভাগ করা হয়েছিল পাঁচটি ক্যাটাগরিতে। ক্যাটাগরি এ-তে ১৮, বি ১৬, সি ৬০, ডি ৯৭ ও ই ক্যাটাগরিতে ২৫৫ জন ক্রিকেটার ছিলেন।

বিপিএল এর আজকের নিলামে সর্বোচ্চ দামি ক্রিকেটার ছিলেন মুশফিকুর রহিম। তাকে দলে ভিড়িয়েছে বরিশাল। এবারের আসরে তার মূল্য ৮০ লক্ষ টাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.