এবার ঢাকা আসছেন ভিসাবিষয়ক মার্কিন সহকারী মন্ত্রী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিষয়ক সহকারী মন্ত্রী রেনা বিটার চলতি সপ্তাহের শেষ দিকে বাংলাদেশ সফরে আসছেন। তার এই সফর যুক্তরাষ্ট্র অভিমুখে বৈধ ভ্রমণ ও অভিবাসন এবং বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সুরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু করতে সহায়তার অংশ হিসেবে’ যুক্তরাষ্ট্র সরকার গত ২২ সেপ্টেম্বর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের ঘোষণা দেওয়ার পর দেশটির ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এই প্রথম বাংলাদেশ সফরে আসছেন। রেনা বিটার ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদ, করাচি এবং বাংলাদেশের রাজধানী ঢাকা সফর করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তিনি বাংলাদেশ সরকার ও দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.