গাজার শরণার্থী শিবিরে মধ্যরাতে ইসরাইলের বিমান হামলা, নিহত ৩০

শরণার্থী শিবির কিংবা হাসপাতাল কোনোকিছুই হিসাবে রাখছেন না দখলদার ইসরায়েলি বাহিনী; নির্বাচারে চালিয়ে যাচ্ছে বিমান হামলা।

গতকাল রোববার (২২ অক্টোবর) গভীর রাতেও জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে দখরদার বাহিনী। এতে এখন পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

গাজায় উপত্যকায় আটটি শরণার্থী শিবির রয়েছে। এর মধ্যে জাবালিয়া শিবিরটি সবচেয়ে বড় ও ঘনবসতিপূর্ণ। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রোববার গভীর রাতে শিবিরটির একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। এতে অনেকে হতাহত হয়েছেন। আহত ২৭ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক আল জাজিরাকে বলেছেন, ‘আমরা ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে ভুগছি। ’

হামাস-ইসরায়েল সংঘাত ১৬ দিন পেরিয়ে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাস আকাশ, স্থল ও জল তিন পথেই ব্যাপক হামলা চালায়। প্রতিক্রিয়ায় ইসরায়েল দুই সপ্তাহেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে।

এখন পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা সাড়ে ৪ হাজারের বেশি ছাড়িয়ে গেছে। আহতের সংখ্যা ১৪ হাজারের বেশি

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.