একটি ঘোড়ার জন্য আকাশে উড়েও আবার বিমানবন্দরে ফিরে এল বিমান

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে গত বৃহস্পতিবার বেলজিয়ামে যাচ্ছিল একটি বোয়িং ৭৪৭ কার্গো বিমান। বিমানটিতে খাঁচায় করে একটি ঘোড়া নিয়ে যাওয়া হচ্ছিল। ওড়ার ঘণ্টা দেড়েক পর বাধে গোল। ঘোড়াটি কোনোভাবে খাঁচা ছেড়ে বেরিয়ে দাপাদাপি শুরু করায় পাইলট বিমানের মুখ ঘুরিয়ে ফিরে আসতে বাধ্য হন।

বিমানটি ৩০ হাজার ফুট উঁচু দিয়ে ওড়ার সময় বাগড়া বাধায় লাগামছাড়া ঘোড়াটি। এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেকর্ডে পাইলটকে বলতে শোনা যায়, ‘আমাদের বিমানে একটি জ্যান্ত ঘোড়া রয়েছে। এটি কোনোভাবে খাঁচা ছেড়ে বের হয়ে পড়েছে। আমরা তাকে বাগে আনতে পারছি না।

’পাইলট অনুরোধ করেন, জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করলে যেন একজন পশু চিকিৎসককে তৈরি রাখা হয়। পাইলট জানান, সে পর্যন্ত জ্বালানি খরচ খুবই কম হওয়ায় নিরাপদে অবতরণের জন্য বিমানের ওজন ঠিক রাখতে ২০ টন জ্বালানি নিচে ফেলে দিতে বাধ্য হন। বেঁধে রাখা ঘোড়াটি কিভাবে জাদুকর হুডিনির কায়দায় খাঁচা ছেড়ে বের হলো তা তাত্ক্ষণিকভাবে বোঝেনি কেউ। বিমানটি আবার অবতরণের পর শেষ পর্যন্ত ঘোড়াটিকে খাঁচায় পোরা সম্ভব হয়।

এরপর বিমানটি ফের বেলজিয়ামে যাত্রা করে। ঘোড়াটিকে কেন বেলজিয়ামে পাঠানো হচ্ছিল সে ব্যাপারেও সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে প্রায়ই ঘোড়দৌড় প্রতিযোগিতার জন্য ঘোড়া আনা-নেওয়া করা হয়।

সূত্র : বিবিসি

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.