শোয়েব বাশিরের ভারতের ভিসা পেতে দেরি হওয়া নিয়ে আলোচনা-সমালোচনা হয় বেশ। এবার ভিসা জটিলতায় বিব্রতকর অবস্থায় পড়লেন ইংল্যান্ডের আরেক স্পিনার রেহান আহমেদ।
রাজকোট বিমানবন্দরে অনেকটা সময় আটকা থাকতে হলো তাকll গিয়েছিলেন ইংলিশ ক্রিকেটাররা। সেখান থেকে ফেরার পথে রাজকোটের হিরাসার বিমানবন্দরে আটকা পড়েন রেহান। কারণ এই লেগ স্পিনারের ভারতের ভিসা ছিল ‘সিঙ্গেল এন্ট্রি।’
পরে স্থানীয় কর্তৃপক্ষ স্বল্পকালীন ব্যবস্থা নিয়ে আপাতত সমাধান করে দেয় বিষয়টি।
সিরিজের মাঝের বিরতিতে ইংল্যান্ড দলের খেলোয়াড়রা যে আবুধাবিতে গিয়ে আবার ভারতে ফিরবে, এটা চূড়ান্ত হয়েছিল আগেই। রেহান বা দলের অন্য কারও ভিসা ‘সিঙ্গেল এট্রি’ হওয়াটা তাই বিস্ময়কর।