এমপি আজীম হত্যাকান্ডের ঘটনায় জড়িত গুরুত্বপূর্ণ আসামিদের মধ্যে একজন নেপালের কাঠমান্ডুতে রয়েছে বলে ধারণা করছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
আজ শনিবার (১ জুন) সকালে নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ জানান। ডিবির প্রধান হারুন অর রশিদের নেতৃত্বে রয়েছে ডিবির তিন সদস্য ও একজন ন্যাশাল সেন্ট্রাল ব্যুরস-এনসিবির সদস্যসহ মোট ৪ জনের একটি দল। নেপাল।
সিয়াম নামে কোনো আসামি নেপালে গ্রেপ্তার আছে কি না, জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, সিয়ামসহ বেশ কয়েকজনের বিষয়ে আমরা ইন্টারপোলকে চিঠি দিয়েছি। কাঠমান্ডু পুলিশকেও জানিয়েছি। যেসব আসামি নেপালে থাকবে তদের গ্রেপ্তার করার জন্য আমরা তাদের অনুরোধ জানিয়েছি। এরই ধারাবাহিকতায় মামলার তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য নেপাল পুলিশের সঙ্গে কথা বলব।
ডিবি প্রধান বলেন, ঝিনাদাহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাণ্ডের মূল পরিকল্পনাকারী নেপালের কাঠমান্ডু ব্যবহার করে অন্য দেশে পাড়ি দিয়েছেন। এমন আরও অন্য আসামিদের বিষয়েও তথ্য পাচ্ছি।
হারুন অর রশীদ বলেন, আগেও শীর্ষ সন্ত্রাসীরা নেপালে পালিয়ে থেকেছে। তদন্তের কাজেই আমরা নেপালের কাঠমান্ডু যাচ্ছি। নেপালের পুলিশের কাছে তদন্তে সহযোগিতা চাইব।
তিনি আরও জানান, বাংলাদেশের অনেক সন্ত্রাসী অপনরাধ করে নেপালে আশ্রয় নেয়। এরপর আর কোনো আসামি সেখানে পালিয়ে থাকতে না পারে এ বিষয়ে দেশটির পুলিশের কথা বলা হবে।