এসএসসি পাসেই ইন্টার্ন নিচ্ছে বিমান বাংলাদেশ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফ্লাইট ক্যাটারিং সেন্টারের অপারেশন শাখায় পেন্ট্রিম্যান পদে ০৬ মাসের জন্য ইন্টার্ন ভর্তির জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৫ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

পদের নাম: পেন্ট্রিম্যান

বিভাগ: বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের অপারেশন শাখা

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

বয়সসীমা:  ১৮-১১-২০২৪ ইং তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর (মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর ) হতে হবে।

শারীরিক যোগ্যতা
ক. পুরুষ: ৫ ফুট ৬ ইঞ্চি    মহিলা: ৫ ফুট ৪ ইঞ্চি
খ. বিএমআই (BMI) – ১৮.৫ হতে ২৪.৯
গ. সুঠাম দেহের অধিকারী হতে হবে।

চাকরির ধরন: ইন্টার্ন (শুধুমাত্র ০৬ মাসের জন্য)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

ডিউটি: দৈনিক ০৮ ঘণ্টা

সম্মানি: দৈনিক হাজিরা সাপেক্ষে ৬০০ টাকা

আবেদন যেভাবে: আগামী ১৮ নভেম্বর বিকেল ৫টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ব্যবস্থাপক প্রশাসন, বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকা বরাবর নির্ধারিত বাক্সে জমা করতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.