চীন সফরে গেলেন বিএনপির চার নেতা

বিএনপির ৪ নেতা চীন সফরে গেছেন। দেশটির কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তাঁরা চীন সফরে যান। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি বিমানে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে রওনা দেন তাঁরা।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

চার সদস্যের এ প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান খান রিপন। অন্যরা হলেন- বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা। আগামী ১৬ নভেম্বর তারা দেশে ফিরবেন।

বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করে আসাদুজ্জামান রিপন লেখেন, ‘আলহামদুলিল্লাহ। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের পর চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাংকের প্রতিনিধি দলের সমন্বয়ে ‘পলিটিকাল পার্টিজ প্লাস’ প্রোগ্রামে ৪ সদস্যের বিএনপি প্রতিনিধিদল নিয়ে চীনের পথে রওনা হলাম আজ (বৃহস্পতিবার) বিকেল ৩টায়। ফিরে আসব ১৬ নভেম্বর। ইনশাআল্লাহ।’
ড. আসাদুজ্জামান রিপন লেখেন, ‘আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে প্রতিনিধিদলের নেতা নির্বাচন করে সম্মানিত করেছেন। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চীনা কমিউনিস্ট পার্টি সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাংকের সব প্রতিনিধি দলের হেড অব ডেলিগেশনস হিসেবে আমাকে মনোনীত করে বাংলাদেশকে এবং আমাদের দল বিএনপিকে সম্মানিত করায় চীনা কমিউনিস্ট পার্টিকেও ধন্যবাদ। দোয়া করবেন যেনো দেশ ও দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.