কুয়েত-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট পুনরায় চালুর দাবিতে সভা

কুয়েত-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট পুনরায় চালুর দাবিতে বৃহত্তর চট্টগ্রাম রেমিট্যান্স যোদ্ধা ফোরাম, কুয়েতের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুয়েতের বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী সিরাজদৌল্লাহ।

তরুণ ব্যবসায়ী আবু হানিফ এরশাদের সভার সঞ্চালনা করেন। এতে বক্তারা কুয়েত থেকে চট্টগ্রাম বিমানের ফ্লাইট পুনরায় চালুসহ বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে অবহেলিত চট্টগ্রামের নানা দুর্ভোগের বিষয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সভায় কুয়েতে বৃহত্তর চট্টগ্রাম রেমিট্যান্স যোদ্ধা ফোরাম গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন ফোরামের প্রধান সমন্বয়ক আবুল কাশেম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান কুয়েত বিএনপির সভাপতি মাহফুজুর রহমান, হেফাজত ইসলাম কুয়েত শাখার আমির শাঈখ মুহাম্মাদ শাহজাহান, চট্টগ্রাম সমিতির সভাপতি জাফর আহমদ চৌধুরী।

সভায় মতামত পেশ করেন সমন্বয়ক মো. মহিউদ্দিন, ব্যবসায়ী মাওলানা কাজী ইকবাল, মো. আলী, মামুনুর রহমান, আবদুল কাদের, মো. শাহাবুদ্দিন, মো. সুমন, মো. পলাশ প্রমুখ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.