জনপ্রিয় হচ্ছে ফোবানার পাত্র-পাত্রী খোঁজার ওয়েবসাইট

atlanta_fobanaএভিয়েশন নিজজ, ঢাকা : দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন ফোবানার (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) অনলাইন ভিত্তিক ওয়েব সাইট -ফোবানা ফর বাংলাদেশ। সংগঠনের নেতৃবৃন্দরা জানিয়েছেন, এই সাইটটির মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে প্রবাসীদের অংশগ্রহণ, ব্যবসা বাণিজ্য ও সামাজিক যোগাযোগে সেতু বন্ধন তৈরী করা হবে। ফোবানার চেয়ারপার্সন আজাদুল হক এভিয়েশন নিউজকে বলেন, ফোবানা প্রবাসীদের কল্যাণের পাশাপাশি স্বদেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি বাংলাদেশ সরকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাথে কার্যকর ভূমিকাতেও অংশ নিচ্ছে। তিনি বলেন, আমরা পাত্র-পাত্রী খোঁজার একটি ওয়েবসাইটও উদ্বোধন করেছি। এছাড়াও ফোবানা ফর বাংলাদেশ’ নামে আরও একটি ওয়েবসাইটের মাধ্যমেও আমরা বিভিন্ন সেবামুলক কাজ করে যাচ্ছি। তিনি বলেন, ফোবানা ইসি নামে ফোবানা নির্বাহী কমিটির একটি অনলাইন সাইট থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এসব সেবা কর্মসূচিতে অংশ নিতে প্রবাসী বাংলাভাষাভাষীদের আহ্বান করা হয়েছে। ফোবানার উদ্যোগে ইতোমধ্যে উত্তর আমেরিকায় বসবাসরত নারীদের দাম্পত্য-কলহজনিত বিভিন্ন সমস্যা সমাধানে একটি বিশেষ সেল কাজ করে যাচ্ছে। আগ্রহীরা www.matrimonial.fobanaonline.com ঠিকানায় প্রবেশ করে পছন্দমতো পাত্র-পাত্রী খুঁজে নিতে পারবেন বলেও তিনি জানান। http://www.fobanaonline.com এ গেলে পাওয়া Fobana Matrimonial নামে সাইট। সেখানে লেখা আছে, সন্মানের সঙ্গে খুজে নিন আপনার জীবন সার্থী।

ফোবানা ইসির ওই ঘোষণায় বলা হয়, আপনি কি একজন শিল্পী যিনি উত্তর আমেরিকার বিভিন্ন শহরে অনুষ্ঠান করতে চান? আপনি কি একজন প্রবাসী-যিনি বাংলাদেশকে নিয়ে ভাবেন? বাংলাদেশের জন্য ভালো কিছু করতে চান? বাংলাদেশে বিনিয়োগ করতে চান অথবা বাংলাদেশে গিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে চান? আপনি কি একজন ইঞ্জিনিয়ার বা ডাক্তার বা শিক্ষক বা ব্যবসায়ী? তাহলে ফোবানা ফর বাংলাদেশ আপনার জন্য।fobana-pic20161117200420

প্রবাসে বাংলাদেশিদের সংখ্যা কম নয়। সেখানে নারী-পুরুষ উভয়েরই সমান অংশগ্রহণ রয়েছে। দীর্ঘ সময় প্রবাসে থাকার ফলে বৈবাহিক সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কখনো কখনো দেশে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা না করেই প্রবাসেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা। তাই পাত্র-পাত্রী খোঁজাও একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দেখা দেয়। প্রবাসীদের পক্ষে এখন সে গুরুত্বপুর্ণ কাজটি করে দিবে ফোবানা।

গত ৯ নভেম্বর সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রধান শহর আটলান্টার স্থানীয় ইন্ডিয়ান ট্রেইল রোডের একটি রেস্টুরেন্টে ওয়েবসাইটটি উদ্বোধন করা হয়। ওয়েবসাইটটির উদ্বোধন করেন গিয়াস উদ্দিন ভূঁইয়া।

ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারী এম মাওলা দিলু বলেন, উদ্বোধনের পর সাইটটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশীদের মধ্যে। শুধু বিদেশে নয়, বাংলাদেশসহ অন্যান্য দেশেও এর আগ্রহ বাড়ছে। প্রতিদনিই অনেক বাংলাদেশী এই ওয়েবসাইটে প্রবেশ করছেন। তিনি আশা করছেন এটি বিশ্বব্যাপী বাংলাভাষাভাষি মানুষদের মধ্যে খুবই জনপ্রিয় হবে। এ থেকে তারা লাভবানও হবেন।

ফোবানা উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশীদের একত্রে বসবাস করার একটি বৃহত্তর ছাতা। সংগঠনের সদস্যদের সামাজিক অধিকারসহ বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে ফোবানা।

এক্ষেত্রে সংগঠনের নিবন্ধনকৃত সদস্যদের কাছ থেকে একটি টোকেন ফি ছাড়া তেমন কোন চার্জ নেয়া হয় না। উদাহরন স্বরুপ একজন বাংলাদেশী ও একজন আমেরিকানের সঙ্গে বিবাহ হলে দুজনের পরিবারের সামাজিক ও ধর্মীয়ভাবে কিছু পার্থক্য সৃষ্টি হয়। ফোবনা এই প্রার্থক্য দূরীকরণসহ সব ধরনের আইনী সহায়তাও দিয়ে থাকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.