গুগল সার্চে মাশরাফি-মুস্তাফিজের জয়জয়কার

mashrafe-mustafiz-google০১৬ সালে গুগল সার্চে সেরা পাঁচে রয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও মুস্তাফিজুর রহমান। চার নম্বরে রয়েছেন সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি, আর পাঁচ নম্বরে বাম হাতি পেসার মুস্তাফিজ।

বাংলাদেশ থেকে সার্চ ইঞ্জিন গুগলে এ বছর যাদের সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তার একটা তালিকা প্রকাশ করেছে গুগল কর্তৃপক্ষ। সেখানে সবার ওপরে অবস্থানে বিশ্ব রাজনীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোড়ন তোলা যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় অবস্থানও ট্রাম্প পরিবারের দখলে। দুইয়ে রয়েছেন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তিন নম্বরে বিশ্ব রাজনীতির আরেক প্রভাবশালী চরিত্র ট্রাম্পের কাছে নির্বাচনে হেরে যাওয়া হিলারি ক্লিনটন।

১০ নম্বর অবস্থানে রয়েছেন রিও অলিম্পিকে জিমন্যাস্টে স্বর্ণজয়ী বাংলাদেশি বংশোদ্ভুত রাশিয়ান অ্যাথলেট মার্গারিটা মামুন। ছয় থেকে নয় নম্বর অবস্থানে খোঁজা হয়েছে যথাক্রমে ইভানকা ট্রাম্প, উরভাষি রতেলা, বব ডিলান ও মোমিনা মুসতেহসানকে।

বাংলাদেশে গুগল সার্চে সেরা পাঁচ:

১. ডোনাল্ড ট্রাম্প

২. মেলানিয়া ট্রাম্প

৩. হিলারি ক্লিনটন

৪. মুস্তাফিজুর রহমান

৫. মাশরাফি বিন মুর্তজা

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.