সৈয়দপুর ও কক্সবাজার বিমানবন্দর হবে আন্তর্জাতিক মানের’

pm biman3দেশের সৈয়দপুর ও কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের অভ্যন্তরীণ রুট সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বিকেল ৫টায় শাহজাললালে অভ্যন্তরীণ এসব রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনি বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ‘বিমানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে কার্গো সার্ভিস চালু করতে হবে। কার্গো সার্ভিস চালু ছাড়া বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব নয়।’ যাত্রার পর বিমানের যাত্রীদের সঙ্গে থারকা মালামাল ও লাগেজ খুঁজে পেতে জটিলতা কমানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
প্রায় ৩ বছর বন্ধ থাকার পর আজ রোববার প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে ৭টি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর আগে গত শুক্রবার বিমান বহরে ‘ড্যাশ৮’ ও ‘কিউ৪০০’ মডেলের উড়োজাহাজ দুটি যোগ দেয়। আগামী সোমবার থেকে উড়োজাহাজ দুটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করবে।
কানাডায় তৈরি ৭৪ আসনের উড়োজাহাজ দুটি মিসরের স্মার্ট এভিয়েশেনের কাছ থেকে ৫ বছরের জন্য ভাড়া নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার থেকে প্রতি সপ্তাহে কক্সবাজার রুটে ৬টি, যশোর রুটে ৫টি, রাজশাহী ও সৈয়দপুর রুটে ৩টি করে এবং বরিশাল রুটে ২টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। এছাড়া চট্টগ্রাম ও সিলেট রুটে সপ্তাহে অতিরিক্ত ২৫টি ফ্লাইট বাড়ানো হবে। এসব ফ্লাইট মিলে অভ্যন্তরীণ রুটে প্রতি সপ্তাহে বিমান ১২০টি ফ্লাইট পরিচালনা করবে।
রোববার বিমানের অভ্যন্তরীণ রুটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর রাজনীতি বিষয়ক উপদেষ্ঠা এইচ টি ইমাম, বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, বিমান বোর্ডের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) এম জামাল উদ্দিন আহমেদ, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান নির্বাহী (সিইও) ক্যাইল হেইউড, সিভিল অ্যাভিশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক, সদস্য এয়ার কমোডর মোস্তাফিজুর রহমান, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এম জাকির হাসান প্রমুখ।
আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.