এভিয়েশন নিউজ: মোস্তফা সরয়ার ফারুকীর জন্মদিনে হেলিকপ্টারে চড়ে স্বামীকে সারপ্রাইস দিয়েছেন হালের আলোচিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে। এ ব্যাপারে তিশা সাংবাদিকদের জানান, গতকাল ২ মে ছিল ফারুকীর জন্মদিন। জন্মদিনে ফারুকীকে চমকে দিতেই সেখানে অমন নাটকীয় অবতরণ করেছিলেন তিনি।
আর তিশার এভাবে আসার ব্যাপারটি জানতেন শুটিং ইউনিটের মাত্র দুজন। চমক দেওয়ার জন্য ফারুকীর কাছে তাঁরা তা গোপন রাখেন। পরে বিকেলে হিমছড়িতে আর রাতে হোটেলে সবাই মিলে ফারুকীর জন্মদিন উদযাপন করেন।
জানা গেছে, কক্সবাজারে একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং নিয়ে ব্যস্ত মোস্তফা সরয়ার ফারুকী। আগেই জানা গেছে, শুক্রবার বেলা পৌনে একটায় ঢাকা থেকে একটি হেলিকপ্টার আসবে। হেলিকপ্টারের আগমন বিজ্ঞাপন চিত্রের খাতিরে। একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ভাড়া করা হেলিকপ্টারটি অবতরণ করে একেবারে সমুদ্র সৈকতে।
শুটিংয়ের কাজে মনিটরের পেছনে বসে আছেন ফারুকী। হঠাৎ চিৎকার করে উঠলেন, হেলিকপ্টার এখানে কেন? চারদিকে ধুলা উড়ছে। এর মধ্যেই হেলিকপ্টার থেকে নেমে এলেন এক নারী। হেলিকপ্টার থেকে নেমে দুই হাত উঁচু করে ‘ভি’ চিহ্ন দেখাচ্ছেন তিশা।
জন্মদিনে হঠাৎ করেই প্রিয়তমা স্ত্রীকে এভাবে পেয়ে বিস্ময়ে হতবাক হয়ে যান ফারুকী। একে অন্যকে জড়িয়ে ধরে আবেগের বহিঃপ্রকাশ ঘটান তাঁরা। ফারুকী তো অবাক! হেলিকপ্টারে মেয়ে কেন? কয়েক মুহূর্ত পর তিনি চিৎকার করে উঠলেন, ‘আরে, এইটা দেখি আমার বউ!’মনিটরের পেছন থেকে ছুটে গিয়ে তিশাকে জড়িয়ে ধরলেন।