জোবায়ের আহম্মেদ অভি: অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে ওমান। আগামী ৩ মে থেকে ৩০ জুলাই পর্যন্ত এ সাধারণ ক্ষমার মেয়াদ। এই সময়ের মধ্যে কোনো জেল-জরিমানা ছাড়াই ওমান থেকে নিজ দেশে ফিরে যেতে পারবেন অবৈধ অভিবাসীরা। এ ছাড়াও ফেরত আসা শ্রমিকরা কমপক্ষে ৩ বছর পর আবারও দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন।
আশা করা হচ্ছে, ১৫ থেকে ২০ হাজার বাংলাদেশি শ্রমিক এ সুযোগ গ্রহণ করবেন। সংযুক্ত আরব আমিরাতের পত্রিকা খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, ইতিমধ্যে ৯ হাজারের মতো বাংলাদেশি এ ব্যাপারে আবেদন করেছেন।
ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সিকান্দার আলী সমকালকে
বলেন, দেশটির শ্রম মন্ত্রণালয় সাধারণ ক্ষমতার এ ঘোষণা দিয়েছে। ওমানে অবৈধ অভিবাসী হিসেবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা এ সুযোগ নিতে পারবেন।
ওমান এর আগে ২০০৯-১০ সালে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল। তখন প্রায় ৬০ হাজার অবৈধ অভিবাসী এ সুযোগ গ্রহণ করেছিলেন। এবার বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের কমপক্ষে ৫৫ হাজার নাগরিক সাধারণ ক্ষমার সুযোগ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
ওমানে বাংলাদেশ দূতাবাস থেকে ট্রাভেল পাস সংগ্রহ করে সে দেশের অভিবাসন কর্তৃপক্ষের কাছে আবেদন করলেই দেশত্যাগের অনুমতি পাবেন অবৈধ অভিবাসীরা।
আরও খবর