বঙ্গবন্ধু সেতুর টোল সিস্টেম অচল।
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব ও পশ্চিমে সিস্টেম অচল হওয়ার কারণে উভয়পাশে টোল আদায় বন্ধ রয়েছে। ফলে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।
রোববার সকাল ১০টা থেকে দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) টোল আদায়ে নিয়োজিত থাকলেও পূর্বের ঠিকাদারি প্রতিষ্ঠান কম্পিউটার সিস্টেম নেটওয়ার্কের (সিএনএস) সিস্টেম দিয়ে সেতুতে টোল আদায় করা হচ্ছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি মোশারফ হোসেন জানান, সেতুতে টোল আদায়ের সিস্টেম অচল হয়ে পড়ার কারণে উভয়পাশে টোল আদায় বন্ধ হয়ে যায়। এতে সেতুর দুই পাশেই প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে পরিবহনের দীর্ঘ সারি রয়েছে।
বিবিএর বঙ্গবন্ধু সেতু সাইটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, হঠাৎ করে সেতুতে সিস্টেম ত্রুটি দেখা দেয়ায় সেতুর উভয়পাশে টোল আদায় বন্ধ হয়ে যায়। তবে সেতুতে ভিন্ন সিস্টেমে টোল আদায়ের নির্দেশ দেয়া হয়েছে। খুব দ্রুতই ম্যানুয়াল সিস্টেমে সেতুতে টোল আদায় শুরু হবে।