সবার হাতে বই দিয়েছি, এবার ল্যাপটপ: জয়

1তিন বিশ্ববিদ্যালয়ের দু’শ শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিয়ে তথ্য-প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলার পরিকল্পনা আর তরুণদের নিয়ে স্বপ্নের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রোববার সকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে ‘বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ’ অনুষ্ঠানে তিনি নিজের প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে তিনটি বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেন জয়।

তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারই দেশের ছাত্রছাত্রীর হাতে ৩৩ কোটি বই বিনামূল্যে বিতরণ শুরু করে। আজ থেকে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ছাত্রছাত্রীদের বিনামূল্যে ল্যাপটপ বিতরণ শুরু করল।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জয় বলেন, ‘আমার স্বপ্ন আছে, এদেশে আইটি পার্ক, আইটি ওয়ার্ক ফোর্স গড়ে তোলার। মার্ক জাকারবার্গ ১৯ বছর বয়সে ফেইসবুক বানিয়েছিলেন। আমার আশা আছে, তোমাদের মধ্য থেকেও কেউ কেউ ভবিষ্যত ফেইসবুক বা গুগল আবিষ্কার করবে।’

তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এক্সিম ব্যাংকের সহযোগিতায় ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ’ প্রকল্পের প্রথম ধাপে ৫০০ ল্যাপটপ বিতরণ করা হবে। এর মধ্যে ঢাবির ২০০, বুয়েটের ২০০ এবং শাবিপ্রবির ১০০ শিক্ষার্থী এ ল্যাপটপ পাচ্ছেন। রোববার তিনটি বিশ্ববিদ্যালয়েরই ২০০ শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় বলেন, ‘এটা কেবল আরম্ভ। পাঁচশ ল্যাপটপ দিয়ে আমরা কেবল শুরু করছি।’

সাড়ে ৩ বছরে সরকার পাঁচ হাজার ‘ডিজিটাল সেন্টার’ তৈরি করেছে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এখন দেশে এমন কোনো ইউনিয়ন নেই যেখানে কম্পিউটার ল্যাব বা ডিজিটাল সেন্টার নাই। আমরা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াইফাই জোন করে দেবো। আমরা একটা আইটি ভিলেজ করবো। সরকারি-বেসরকারি ১১৮টি বিশ্ববিদ্যালয়ে ১ জিবিপিএস স্পিডের ফ্রি ওয়াইফাই প্রদান করা হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘শুধু একটি বিষয় ভুলবে না… বছরের প্রথম দিন নতুন বই, এই ল্যাপটপ তোমাদের কে দিয়েছে? এটা সম্ভব হয়েছে শুধু আওয়ামী লীগ সরকার এর কারণে। আমরা আরও হাজার হাজার ল্যাপটপ তোমাদের মাঝে বিতরণ করব। তোমরা এ অবদান ভুলবে না।’

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের টেলিটকের পক্ষ থেকে একটি করে ইন্টারনেট মডেম ও কম্পিউটার কাউন্সিলের পক্ষ থেকে একটি করে পেন ড্রাইভও দেওয়া হয়।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্যপ্রযুক্তি সচিব শ্যামসুন্দর সিকদার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য প্রফেসর খালেদা একরাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বিটিআরসি’র চেয়ারম্যান সুনীল কান্তি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফাইজুর রহমান প্রমুখ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.